• ঢাকা
  • সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

এমপি-মন্ত্রী হয়ে লুটপাট বাংলাদেশ আর চলবে না আমির খসরু মাহমুদ চৌধুরী


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ২৪ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৫:০৫ পিএম;
এমপি,-মন্ত্রী, হয়ে, লুটপাট, বাংলাদেশ, আর, চলবে, না, আমির খসরু মাহমুদ চৌধুরী,
এমপি-মন্ত্রী হয়ে লুটপাট বাংলাদেশ আর চলবে না আমির খসরু মাহমুদ চৌধুরী

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ এমপি -মন্ত্রী হয়ে লুটপাট করবেন, এমন কিছুর আর বাংলাদেশের মাটিতে হবে না বলে মন্তব্য  করেছেন জাতীয়তাবাদী দল বিএনপির স্হায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।শনিবার  (২৪ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের ফজু মিয়ার হাট এলাকায় বন্যায় দূর্গত অসহায়দের মাঝে ত্রান সামগ্রী বিতরণ ও সুধী সমাবেশ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনিখসরু বলেন, বিগত ১৭ বছরে আমাদের প্রিয়জনদের হারিয়েছি। গুম,খুন হত্যা, পুলিশের কাস্টোরিতে মৃত্যুসহ অনেকে মারা গেছেন। যাদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। আমরা সেসব শহীদের রক্তের শোধ দিতে পারবো না। .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

যেসব কারণে স্বৈরাচারী সরকারকে বাংলাদেশের মানুষ বিতাড়িত করেছে। জনগনের স্বার্থে সেসব ফিরিয়ে দিতে পারলে,  শহীদের রক্তের প্রতিদান দেয়া যাবে। এজন্য সবাইকে সুশৃঙ্খল থাকতে হবে। জনগনের আশা আকাঙ্ক্ষার কথা উল্লেখ করে খসরু বলেন, এটা এখন শান্তিপূর্ণ বাংলাদেশ। চাঁদাবাজ, লুটপাটকারী, দখলদারের বাংলাদেশ নয়। যেদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করে প্রতিনিধি নির্বাচিত করবে। সে প্রতিনিধি জনগনের কাছেই জবাবদিহি ও দায়বদ্ধ থাকতে হবে। এমপি -মন্ত্রী,  সরকার হয়- যা ইচ্ছা তাই করবে, বাংলাদেশে আর তা চলবে না। .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

তিনি বলেন, মাথায় রাখতে হবে, রাজনীতিতে গুনগত পরিবর্তন চলে এসেছে। সেটা না বুঝলে বিএপির রাজনীতি পিছিয়ে যাবে।  গুনগত পরিবর্তনের বিষয়  নেতাকর্মীদের বুকে ধারণ করতে হবে। তাহলে তারেক রহমানের হাত শক্তিশালী হবে। তারেক রহমানের হাত ধরেই বাংলাদেশের জনগনের প্রত্যাশা অনুযায়ী বড় ধরনের পরিবর্তন আসবে।খসরু আরো বলেন, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আজকে লক্ষ্মীপুরের বন্যায় দূর্গত আসহায়দের মাঝে ত্রান সহায়তা দিতে এসেছি। বিএনপিকে বন্যায় আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। তাঁর নির্দেশনা অনুযায়ী দেশের বন্যা দূর্গত এলাকা গুলোতে সহায়তা দিবে বিএনপি নেতাকর্মীরা।দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরো বলেন, মনে রাখতে হবে, বিএনপির রাজনীতি চাঁদাবাজ, লুটপাটের রাজনীতি নয়। বিএনপির রাজনীতি বাংলাদেশের জনগনকে নিয়ে। তাদের ভালোবাসা, আস্থা নিয়ে বিএনপির রাজনীতি। তাই জনগনের আস্থা অর্জন করতে হবে।.

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক   শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহশিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এবিএম আশ্রাফ উদ্দিন নিজান, কমলনগর উপজেলা সাবেক চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ, জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব। কমলনগর উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল হুদা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনেরবিভিন্ন ইউনিটের  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এর আগতে দুপুরে লক্ষ্মীপুর শহরের পৌর আইডিয়াল কলেজ এলাকায় বন্যায় দূর্গতদের মাঝে ত্রান বিতরণ করেন বিএনপির স্থানী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।. .

ডে-নাইট-নিউজ / আব্দুল মালেক নিরব

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ